ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে দেবহাটায় ৫৩তম জাতীয় সমবায় দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ১১টায় একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। প্রধান অতিথি ছিলেন দেবহাটার সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী। দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, দেবীশহর এগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, অনিকেত আনাম ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। শেষে উপজেলার ১৩টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
