Wednesday, August 6, 2025

দেবহাটায় পল্লী চিকিৎসকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় পল্লী চিকিৎসকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাইকার সহযোগীতায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ এবং দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর তালিম হোসেনের সঞ্চালনায় এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার মন্ডল, গ্রাম্য ডাক্তার কল্যান সোসাইটির সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শফিউল আলম, বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি আকতার হোসেন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, আবীর হোসেন লিয়ন, মেহেদী হাসান কাজল, আমিরুল ইসলামসহ প্রায় ৮০ জন গ্রাম্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article