Wednesday, November 5, 2025

দেবহাটায় তারুন্যের ভাবনা পিঠা উৎসবে ইউএনও আসাদুজ্জামান

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব-২৫ এর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল কমিটির আয়োজনে আজ ১৫ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকাল ১০টায় স্কুলটির সামনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব হবিবার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহম্মেদ, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান, স্কুলটির পিটিএর সভাপতি রুহুল আমিন ও পিটিএ কমিটির সহ-সভাপতি আহম্মাদ আলী। ইউএনও মোঃ আসাদুজ্জামান এই ব্যতিক্রমী আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুনদের যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি পৃথিবীর সাথে তাল মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। পিঠা উৎসবে ৫টি ক্লাসের মোট ৫টি স্টলের মধ্যে স্কুলের অভিভাবক হোসেন আলীর স্ত্রী জাহানারা খাতুন মোট ৬৫ রকমের পিঠা প্রদর্শন করায় তাকে ১ম হিসেবে পুরষ্কৃত করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article