ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার সখিপুর ইউনিয়নে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিছন্নতা অভিযান বর্জ্য শূন্যতা প্রচার, জলাবদ্ধতা নিরসন ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই শ্লোগানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে পরিছন্নতা অভিযান বর্জ্য শূন্যতা প্রচার, জলাবদ্ধতা নিরসন ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার সকাল ১১ টায় সখিপুর বাজার ও জামে মসজিদ সংলগ্ন সাপমারা খাল পাড়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকৌশলী য্যোতি মন্ডল, উপজেলা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল সানাসহ প্রমুখ।