Sunday, August 10, 2025

দেবহাটায় ইউএনওর ছিন্নমূল মানুষদেরকে কম্বল বিতরন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করেছেন। ১৭ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার রাত ৯টার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরন করেন। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরনকালে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে। এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান। ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইউএনও মোঃ আসাদুজ্জামান ভাতশালা ও কোমরপুর এলাকায় রাতে ঘুরে ঘুরে এই কম্বল বিতরন করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, নদীর বেড়িবাঁধে বসবাস করা মানুষসহ বিভিন্ন অসহায় মানুষদেরকে কম্বল বিতরন করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article