Tuesday, November 4, 2025

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার” বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ শ্লোগানে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৮ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার সকাল ১১ টায় উপজেলা আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি ও পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলন জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার, দেবহাটা উপজেলা জামায়াতের কার্য্যকারী পরিষদের সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। এই সময় বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব, আমাদের সবার উচিত তাদের নিরাপত্তা দেয়া। যারা বিদেশে যাবে তাদের সতর্ক করা, তারা যেনো কোন প্রকার দালাল চক্রের মধ্যেমে প্রতারিত না হয় সেবিষয়ে সচেতন করা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article