Saturday, January 31, 2026

দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যানের মায়ের নামাযে জানাজা ও দাফন সম্পন্ন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের মাতা মোছাঃ ছফুরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার এশার নামাজের পর সখিপুর ইউনিয়নে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজ প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্বজন ও এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এলাকায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবদ্দশায় মোছাঃ ছফুরা খাতুন ধর্মপ্রাণ, সৎ ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। এলাকার মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article