Wednesday, August 27, 2025

দেবহাটায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন ও মতবিনিময় করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় সাপ্লাই পানি প্লান্ট উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ ১২ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পারুলিয়ায় ভূমি অফিস সংলগ্ন পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম বাস্তবায়নের লক্ষ্যে এই প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির চুক্তি মূল্য ২ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ কাজের সমাপ্তি হবে ২০২৬ সালের ১৮ জুন বলে জানা গেছে।পরে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় যোগদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব। পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। সভায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জত হোসেন হিরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল হাসান, উপসচিব আকবর হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ওস্বাস্থ্য উপদেষ্টার একান্ত সহকারী মাহামুদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী জুয়েল হোসেনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। প্রধান অতিথি এসময় সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সরকারের সকল উন্নয়ন কাজে সকলের সহযোগীতা কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article