Friday, August 8, 2025

দেবহাটায় সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের জানাযা সম্পন্ন

Must read

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দৈনিক স্পন্দনের দেবহাটা উপজেলা প্রতিনিধি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ও দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুনের নামাযে জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৭ জুলাই ২০২৫ রোজ রবিবার বাদ যোহর ঘোনাপাড়া জামে মসজিদ ময়দানে মরহুমার জানাযা পড়ানো হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১ছেলে, ১মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমার জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন নাংলা হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ, মরহুমার ছেলে সাংবাদিক ইয়াছিন আলী প্রমুখ। নামাযে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, নাংলা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, শিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বিএনপি নেতা হারুন-অর রশিদ, বিএনপি নেতা শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, শ্রমিকদলের নেতা শফিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নামাযে জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার ছেলে ইয়াছিন আলী তার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়া বিভিন্ন মহল সাংবাদিক ইয়াছিন আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article