দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দৈনিক স্পন্দন পত্রিকার সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রতিনিধি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর মাতা আছিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নাংলাস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবরদনা জানিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতির সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য জাফর ইকবাল, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সাইফুল ইসলাম, সদস্য হারুন-অর রশিদ প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবরদনা জানিয়েছেন। রবিবার বাদ যোহর নামাযে জানাজা শেষে মরহুমাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমার ছেলে সাংবাদিক ইয়াছিন আলী জানিয়েছেন। ইয়াছিন আলী তার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।