Wednesday, September 17, 2025

দেবহাটায় জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা ও ঋন বিতরন

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ””বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। আজ ০১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান কাজল। এসময় আরও উপস্থিত ছিলেন অনিক ফাউন্ডেশনর মেহের আলী, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীরা। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন বিষয়ের উপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া যায় এবং সহজ শর্তে বড় ধরনের ঋণ পাওয়া যায়। এই কার্যক্রম যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করলে সকল তথ্য পাওয়া যাবে। প্রধান অতিথি যুবকদের উদ্দেশ্যে বলেন, চাকরির পিছনে না ঘুরে নিজে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সে ভাবনা নিজের ভিতরে লালন করতে হবে, তাহলে চাকরির পিছনে ঘুরতে হবে না। উদ্যোক্তা বা ব্যবসায়ী হয়ে নিজেকে আত্বনির্ভরশীল করতে পারলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে। শেষে ৯০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৪০ লক্ষ টাকার চেক , সনদপত্র ও সম্মানি প্রদান করা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article