Friday, November 28, 2025

তেরখাদার কৃতি সন্তান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রায়হাত হাসান আর নেই

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদার কৃতি সন্তান খুলনা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এসএম মফিজুর রহমানের ভাতিজা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রায়হাত হাসান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাত ২টায় গোপালগঞ্জে মৃত্যবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। ০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জোহর নামায বাদ তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ অংশ নেন। জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক সন্তান ও পিতা মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে তেরখাদার বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article