তেরখাদা (খুলনা) প্রতিনিধি : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদায় জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে।
০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র ও প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব চেক বিতরণ সম্পুর্ন হয়।
তেরখাদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, বারাসাত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত সহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন। উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
