তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে তালা সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। তালা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার এই কর্মসূচী পালন করা হয়।
তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ সাগরের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম ও রিয়াদ ইসলাম সহ তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
