তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা অফিস কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার দুপুর ১২টায় তালা উপজেলার কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুর রাজ্জাক।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা’র সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দিপঙ্কর দত্ত। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর রথিন্দ্র নাথ সরকার। খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে সচেতনতামূলক সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও মুখ্য আলোচকের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে কুউজ প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী প্রদান ও কুইজে বিজয়ী ৫ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শতাধিক শিক্ষার্থী।