তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বৈষম্য দূরীকরণ, নাগরিক অধিকার ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে অন্ত্যজ নেত্রী সোমা সরকারকে সভাপতি এবং স্বরস্বতী দাশকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক ফোরাম’র কমিটি গঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আমরাই পারি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে এউপলক্ষ্যে এক সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংংস্থার হলরুমে সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস।
সভায়- উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সমাজ কর্মী ভবতোষ মন্ডল, দলিত নেত্রী স্বরস্বতী দাস, শাহানাজ পারভীন, রতœা দাস, ছায়া বিশ^াস, পিন্টু ঘোষ, সাবিত্রী সরকার, ইকবল হোসেন, দেবব্রত দাস ও অঞ্জলী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে কমিউনিটি প্রতিনিধিদের সমর্থনে সোমা সরকারকে সভাপতি, স্বরস্বতী দাসকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা নাগরিক কমিটি গঠন করা হয়।
