তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার বিশিষ্ট ঠিকাদার মো. আনোয়ার হোসেন আনুকে সভাপতি, মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারন সম্পাদক এবং মো. ইলিয়াস হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে তালা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে উপজেলা ঠিকাদার কল্যান সমিতির এক সভা আজ ২৫ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকালে তালা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন, তালা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি কল্যাণ বসু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির উর্দ্ধতন সভাপতি কামরুজ্জামান কামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, সহ সাংগঠনিক সম্পাদক তাকদির আহসান রুবেল, কোষাধ্যক্ষ মো. মুজিবুর রহমান, তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান ও তালা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারন সম্পাদক কাজী মোমিনুল বারী চান্টু।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে তালা উপজেলার ঠিকাদার আবুল কাশেম, গাজী সুলতার আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, আকবর হোসেন, আনোয়ার হোসেন আনু, শেখ শাওন, আব্দুল গফ্ফার, মো. ময়েজ উদ্দীন, মো. জাহাঙ্গীর হোসেন ও ইলিয়াস হোসেন প্রমুখ।
সভায় চলতি কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে সভার সভাপতি আনুষ্ঠানিক ভাবে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৩টি পদের নির্বাচন কার্যক্রম শুরু করেন। এসময় অপর কোনও প্রার্থী মনোনয়ন সংগ্রহন না করায় সভাপতি পদে আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইলিয়াস হোসেন বীনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।