তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ ২৬ অক্টোবার ২০২২ রোজ বুধবার তালার ৮৮নং মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও ফুলের বাগানের নির্মান ফলক উন্মোচন করা হয়েছে।
বেলা ১ টার সময় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক চন্ডীদাস হাজরার সভাপতিত্বে ফলক উন্মোচন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক রত্না রাণী পাল, সহকারী শিক্ষক রহিমা পারভীন, শরিফা খাতুন ও শম্পা দত্ত, ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল আলীম, ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী খাঁ, জাহান আলী শেখ, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন জমিদাতা স্বর্গীয় রাজবিহারী পাল এর পুত্র রুপকুমার পাল এবং দৌহিত্র সজল পাল (অপু), সহ অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক ছাত্তার গাজী, প্রাক্তন সহকারী শিক্ষক শিবুপদ দত্ত এবং সকল শিক্ষার্থীদ্বয়।
ফলক উন্মোচন কালে প্রধান শিক্ষক বলেন, অত্র শহীদ মিনার ও ফুলের বাগান নির্মাণ কল্পে সমুদ্বয় অর্থ প্রদান করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রাণী পাল ও তার স্বামী ক্ষুদিরাম পাল। একই সাথে স্কুল প্রতিষ্ঠায় জমিদাতার নাম স্বর্গীয় রাজবিহারী পাল ও অত্র স্কুলের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনার তত্ত্বাবধানে সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামেরনামের ফলক উন্মোচন করা হয়।
