Monday, August 11, 2025

তালার জালালপুর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা থানাধীন এলাকা জালালপুর ইউনিয়েনের বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ৬নং বিট পুলিশিং আয়োজনে জালালপুর কানাইদিয়া রথখোলা বাজারে বিট পুলিশিং সমাবেশে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

৬নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইমন হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, বীর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও আঃলীগনেতা ইন্দ্রজীৎ দাশ বাপী, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা, জালালপুর ইউনিয়ন কে মাদকমুক্ত, মদ, জুয়া বাল্যবিবাহ- ইভটিজিং, জঙ্গি, সন্ত্রাস মুক্তকরণে বিট পুলিশ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এলাকায় আইন-শৃঙ্খলা সম্মুন্নত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article