Friday, November 28, 2025

তালায় ৫ দিনব্যাপী ভ্যাকসিনেটর উন্নয়ণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় তালায় ৫ দিনব্যাপী ভ্যাকসিনেটর উন্নয়ণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এরআগে গত ১৪ সেপ্টেম্বর প্রশিক্ষনের উদ্বোধন হয়।
প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ গ্রহনের সার্টিফিকেট ও বাই-সাইকেল বিতরণ করেন।
মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আসিফ রায়হান। বিএমজেড-পিটিপ্রকল্প সমন্বযকারী, মো. মহিউদ্দিন মোল্যা’র পরিচালনায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটির পরিচালনায় সহায়ক হিসেবে ছিলেন, যথাক্রমে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ্, উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মো. আব্দুল খালেক, ভ্যাকসিনেটর মো. মাসুদুজ্জামান ও ভিএফএ (সম্প্রসারণ) আজহারুল ইসলাম। প্রশিক্ষনে বিভিন্ন এলাকার ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া মুক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, নাদিরা পারভিন ও আছলিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article