তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সহযোগীতায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের হাতে অনুুদানের টাকা তুলে দেয়া হয়।
তালা শিল্পকলা একাডেমির হলরুমে এউপলক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়। সাধারণ সম্পাদক, সাংবাদিক নারায়ন মজুমদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।
সভায় সুষ্ঠ ও উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি বিষয়েও আলোচনা হয়। সভা শেষে উপজেলার ১৯৬টি মন্দিরের প্রতিটির অনুকূলে ৫০০ কেজি করে চাল এর সমপরিমান অর্থ বিতরন করা হয়।
