তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : এলাকার উন্নয়ন, সমস্যা, সমাধান সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন বিষয়কে সামনে রেখে তালা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির সদস্যদের সংলাপ এবং যৌথ পদক্ষেপ গ্রহন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার তালা উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা সিএসও এর সভাপতি শাহানাজ পারভীন’র সভাপতিত্বে ও রিব’র প্রকল্প কর্মকর্তা ভানু রানী’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। এসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জি. এম. শাওন, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, এলজিইডির উপসহকারী প্রকৌশলী স্বজল নন্দী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সংলাপ সভা পর্যবেক্ষন করেন, নেটজ জার্মান এর প্রতিনিধি নিকো এবং অনেসতেশিয়া, নেটজ বাংলাদেশ এর কান্ট্রী ডিরেক্টর হাবিবুর রহমান চৌধূরী ও ডিরেক্টর শহীদুল ইসলাম।
সংলাপ সভায় রিব’র প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ, সাতক্ষীরা জেলা সিএসও কমিটির সদস্য জুলফিকার রায়হান, চায়না দাস, তালা উপজেলা সিএসও এর সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য ছায়া বিশ্বাস, তারেক সরকার, রীতা হালদার, পলাশ দাস, সাগর দাস, দীপ্তি দাস ও আনন্দ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সংলাপ সভায়- বাল্য বিবাহ রোধ, সু-পেয় পানি সরবারহ, এলাকার রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন, সমস্যা এবং সমাধান সহ জনগুরুত্বপূর্ন বিষয়সমূহ উত্থাপন করা হলে সরকারি কর্মকর্তাগন স্ব স্ব দপ্তরের মাধ্যমে তা বাস্তবায়নের আশ^াস প্রদান করেন।
