তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : একইস্থানে একাধিক প্রার্থী এবং প্রার্থীদের পক্ষে ব্যপক সুপারিশ থাকায় তালায় লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৭ জুলাই ২০২৫ রোজ রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অংশগ্রহণকারী, পুলিশ প্রশাসন, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতে এই লটারি সম্পন্ন হয়। লটারির মাধ্যমে মো. আনোয়ারুল ইসলাম, শেখ নুরুল আমিন ও মো. শিমুল নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপা রাণী সরকার বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী আগ্রহী প্রার্থীগনের কাছে থেকে আবেদন গ্রহণ করা হয়। এসকল আবেদনপত্র যাচাই বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতে আজ লটারি সম্পন্ন করা হয়। একই স্থানে একাধিক প্রার্থী ও সুপারিশ থাকায় যে কোনো রকমের অনিয়ম ও সংশয় এড়াতে প্রকাশ্যে লটারির ব্যবস্থা করা হয়েছে। সরকারী কোনো কাজে অনিয়ম হতে দেয়া হবে না বলে জানান তিনি।
লাটারীর সময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, তালা থানা অফিসার ইন-চার্জ মো. মাইনউদ্দীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান, যুবনেতা সৈয়দ আজম, মো. নাহিদ নাসির সহ উৎসুক জনতা ও আবেদনকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওএমএস ডিলার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে তালায় বিভিন্ন ব্যক্তিকে ব্যপক তদ্বির করতে দেখা যায়। এছাড়া কতিপয় আবেদনকারীদের-ও বিভিন্ন নেতা ও প্রশাসনে দেনদরবার করতে দেখা যায়। এনিয়ে ব্যপক গুঞ্জন শুরু হলে সচেতন মহলের পক্ষ থেকে স্বচ্ছতার সাথে ডিলার নিয়োগ প্রদানের লক্ষ্যে লটারী ব্যবস্থার দাবী উত্থাপন হয়।