তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন, আবহাওয়ার পরিবর্তন নিয়ে তালায় যুব সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার বিকালে তালা মুক্তিযোদ্ধা আ. সালাম গণ-গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানাজার মঈনুল হাসান সোহান।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান, ইমরান হোসেন, উত্তরণের ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন, আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সংবাদ লেখা ও গণমাধ্যমে প্রকাশের উপর আলোচনা হয়।