Tuesday, January 20, 2026

তালায় মুক্তি ফাউন্ডেশনের হোইপা প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ টাকা ও ত্রাণ সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশনের টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) প্রকল্পের অধিন হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা-সাতক্ষীরা নামীয় ৩ মাস মেয়াদী সাব প্রকল্পের মাধ্যমে উক্ত ত্রাণ সহায়তা প্রদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। এউপলক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের সফলতা, চ্যালেঞ্জ এবং স্থানীয় ভুক্তভোগী জনগনের চাহিদা উপস্থাপন উপলক্ষ্যে এক অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে এবং টুগেদার ২.০ প্রকল্পের আওতায় আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকালে তালা প্রাণি সম্পদ কার্যলয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ।
মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল’র পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম. এম. আবুল কালাম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উপজেলা আইসটি অফিসার রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসের পক্ষে কবির হোসেন, মহিলা বিষয়ক অফিসের পক্ষে দেবকী রানী ও ভূমিজ ফাউন্ডেশনের কর্মকর্তা সুনন্দা ভদ্র, ইউপি সদস্য মতিয়ার রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান ও আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়- প্রকল্প বাস্তবায়নকালে তেঁতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতায় ভুক্তভোগী দরিদ্র ৫১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লক্ষ টাকা, ২৯০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২৫ কেজি চিকন মিনিকেট চাল, ৩ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরির ডাল, ২ কেজি চিনি ও ১ কেজি লবন প্রদান করা হয়। এছাড়াও উক্ত ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে শিরাশুনী, সুভাষিনী ও লক্ষণপুর গ্রামে ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article