Saturday, August 9, 2025

তালায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা : ঘাতক গণপিটুনিতে নিহত

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার শাহাপুর গ্রামে শরিফুল ইসলাম গাজী (৪০) নামের এক জনপ্রিয় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় রাজু গাজী (৩৬) নামের এক মানুষিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবক তাকে হত্যা করে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ২০ জুলাই ২০২৫ রোজ রবিবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিন শাহাপুর গ্রামে।
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন ও স্থানীয় ইউপি সদস্য শামছুর রহমান জানান, গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীন গাজীর ছেলে হাফেজ শরিফুল ইসলাম গাজী দক্ষিণ শাহাপুর ক্বেরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের খতিব ও ইমাম। তিনি অত্যান্ত ভদ্র এবং ধর্মভীরু মানুষ হওয়াই গ্রামের মানুষ তাকে অত্যান্ত শ্রদ্ধা করেন, ভালবাসেন। মাদ্রাসার পাশের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী মানসিক ভারসাম্যহীন এবং মাদকসেবী। সে রোববার দুপুরে আকস্মিক হামলা চালিয়ে মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে হত্যা করে। এঘটনায় গ্রামের ক্ষুব্ধ মানুষ হামলাকারী রাজু গাজীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে নিহত হয়।
স্থানীয়রা জানান, মাদ্রাসার ছাত্ররা মাঝে মধ্যে রাজুকে পাগল বলে উত্ত্যাক্ত করতো। এঘটনায় মানুষিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ছাত্রদের উত্ত্যাক্ত করা সহ ভয়-ভীতি দেখাতো। এঘটনায় রোববার দুপুরে শিক্ষক শরিফুল গাজী মানুষিক ভারসাম্যহীন রাজু গাজীকে ছাত্রদের ভয় দেখাতে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে রাজু গাজী।
গ্রামবাসী বলেন, হাফেজ শরিফুল ইসলাম মসজিদে জোহরের নামাজ শেষে মাদ্রাসার সামনে আসামাত্র রাজু গাজী পিছন থেকে তাল কাঠ নিয়ে আকস্মিক তাঁর মাথায় বাড়ি মারে। এতে শরিফুল ইসলাম অচেতন হয়ে রাস্তায় পড়ে গেলে তার মুখে ও বুকে ধারালো দাঁ দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। এসময় লোকজন ছুটে আসলে রাজু গাজী মাদ্রাসার পাশের একটি দোকানের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এখবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী এগিয়ে এসে দোকানের দরজা ভেঙ্গে রাজুকে বের করে আনে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার-ও মৃত্যু হয়। এঘটনার পর থেকে এলাকায় আতংক ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে তালা থানা ও খেশরা ক্যাম্প পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। দু’টি হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এব্যাপারে তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জাননো যাবে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article