তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার সকালে তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হল রুমে ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপ গঠন, এর সদস্যসদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন। ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোছা. রহিমা খাতুনের সঞ্চালনায় ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, তালা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আল মামুনুর রহমান এবং তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।
উক্ত ওয়ার্কশপে ব্রাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য অফিসার অমিত তরফদারসহ উপজেলার ৪ ইউনিয়নের ৩৬ জন ইমার্জেন্সি রেসপন্ডার গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।