তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। হাসপাতালের মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর, আ¤্রকানন মাদ্রাসা সুপার মাওলানা শাহাজান আলী, ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. তাওহীদুর রহমান ও সাংবাদিক প্রভাষক শেখ মোতাহারুল হক শাহিন প্রমুখ।
