তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ- স্লোগান সামনে রেখে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মিট দ্যা স্টুডেন্টস শিরোনামে মতবিনিময় করেছেন। তালা উপজেলা প্রশাসনের অয়োজনে, আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা কোচিং কে না বলি এবং ক্লাসে ফিরে আসি। তোমরা বাবা-মা’র কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর শৈশব জীবনের বেড়ে ওঠার গল্প ছাত্র/ছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন- শিক্ষা শুধু জীবিকা নয়, এটি জীবনের আলোক বর্তিকা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. ইমদাদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুজ্জামান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক। এসময় অন্যান্যের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
