তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিব) এর আয়োজনে আজ ১১ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল থেকে দিনব্যাপী তালার উত্তর আইডিআরটিতে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠন ও জলবায়ু কর্মীরা অংশগ্রহণ করেন।
রিইব-এর প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়ক সুরাইয়া বেগম’র পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা সেলিম আক্তার স্বপন, ভূমিজের প্রোগ্রাম কর্মকর্তা দে অঞ্জন কুমার, সাংবাদিক জুলফিকার রায়হান, তারেক সরকার, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, পরিত্রানের কর্মকর্তা আলাউদ্দীন, নারী নেত্রী স্বরসতী দাস, কমিউনিটি প্রতিনিধি আবুল কাশেম, দিলিপ কুমার ও এনজিও প্রতিনিধি চৈতন্য কুমার প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয় করেন, এনিমেটর সুব্রত দাস ও রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান।
জলবায়ু সংকট ও জেন্ডারভিত্তিক বৈষম্যের মধ্যকার গভীর সম্পর্ক অনুধাবন এবং সমন্বিত সমাধানে স্থানীয় অংশগ্রহণ ও নেতৃত্বকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে-নারীর নেতৃত্ব, সামাজিক সংগঠনের ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক নীতিমালা ছাড়া জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার সংকট দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় বলে বক্তারা মন্তব্য করেন।