তালা (প্রতিনিধি) প্রতিনিধি : আজ ২১ জুলাই ২০২৫ রোজ সোমবার বিকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা বিষয়ে নেটওয়ার্ক সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশান আরা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, প্রভাষক কামরুজ্জামান, ইউপি সদস্য শিরিনা খাতুন, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, আব্দুল আলিম, গাজী শহীদুল্লাহ, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, সাথী খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত সদস্যরা জলাবদ্ধতা নিয়ে স্ব স্ব এলাকার সমস্যা ও করণীয় তুলে ধরেন।