তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি- স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও নাগরিক প্রকল্পের আওতায় আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন রাশেদ। এসময় অন্যান্যের মধ্যে ইউডিএফ কর্মকর্তা মো. তালিম হোসেন, সমাজসেবা অফিসের মো. কবিরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী রায়, সাংবাদিক মিজানুর রহমান, উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল, ছায়া রানী বিশ^াস, দলিত নেত্রী স্বরস্বতী দাস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও দলিত নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এই সময়কালের মধ্যে ২ ডিসেম্বর আন্তর্জাতিক দাস প্রথা বিলোপ দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা দিবস, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হবে।
