সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সমৃদ্ধির আলোর দুয়ারে আপনাকে- সাউথইস্ট এজেন্ট ব্যাংক ডুমুরিয়ার বরুণা বাজার শাখার এই আহবানে আজ ০১ ডিসেম্বর ২০২৪ রোজ রোববার সকালে আর্থিক সচেনতা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরুণা বাজার চত্ত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থুকড়া ও মিকশিমিল ব্যাংকিং’র মাষ্টার এজেন্ট এফ এম লতিফুর রহমান রাসেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এ্যাসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজ্জাদুল কবির, এক্সিকিউটিভ অফিসার মোঃ জহুরুল ইসলাম ও ডুমুরিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জিত কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রগতি সমাজ কল্যাণ সংস্থার আব্দুল মতলেব সরদার, এফ এম আতিকুর রহমান রুবেল, মাষ্টার হাফিজুর রহমান, হাফেজ মোঃ শেখ সাদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ধামালিয়া ইউপি চেয়ারম্যান বি এম জহুরুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ রেজোয়ান মোল্ল্যা, বিএনপি নেতা এফ এম গোলাম সরোয়ার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার, জামায়াতে ইসলামীর মাষ্টার মোস্তাক আহম্মেদ, জামায়াতে ইসলামীর মাষ্টার আব্দুর রশিদ, মোঃ ইকবাল কবীর, এফ এম বাবলু কবীর, শিক্ষক ইদ্রিস আলী গাজী, বাজার কমিটির সভাপতি মাহাবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক রজব আলী বাওয়ালী, সহসভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, এজাহার আলী মোল্ল্যা, এফ এম নুরুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং’র কর্মকর্তা মজুমদার রিয়াজ উদ দৌলা, প্রনব কুমার রায়, খাদিজাতুল কোবরা, মাহাবুর হাসান, রাজীব হোসাইন। অনুষ্ঠানে এজন্ট ব্যাংকিং’র গ্রাহকবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার সানুষ উপস্থিত ছিলেন।