সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মদ পানের অপরাধে ৩ জনকে সাজা দেয়া হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, পূর্ব বিল পাবলা এলাকার মৃত দলিল উদ্দিন মোল্ল্যার ছেলে মনিরুল ইসলাম মোল্ল্যা (৪২), আলাইপুর এলাকার লুৎফর মোল্ল্যার ছেলে হাবিব মোল্ল্যা (২৫) ও রাজবাঁধ এলাকার মৃত আশুতোষ মন্ডলের ছেলে অমল মন্ডল (৪৫) এই তিনজন ডুমুরিয়া থানাধীন বকুলতলা এলাকার একটি কফি হাউজের পাশে ফেলে সোমবার রাতে মদ পান করছিল। এ সময় ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম তাদের আটক করে। পরবর্তীতে মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আল-আমিনের এজলাসে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিজ্ঞ আদালত দীর্গ শুনানি শেষে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ নম্বর ক্রমিক মোতাবেক অভিযুক্ত আসামীদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা আদায় করেন।