Sunday, August 3, 2025

ডুমুরিয়ায় ভাই’কে হত্যা করা সেই সোহান আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় ভাইকে কুপিয়ে হত্যা করা সেই সোহানকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে ধারালো দা’সহ অন্যান্য আলামত। ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার ভোরে বাড়ির পাশে বাগান থেকে সে আটক হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের রুবেল বিশ্বাসকে (৩২) তারই ভাই সোহান বিশ্বাস (২২) দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটে ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সন্ধ্যায় তাদের নিজ বাড়িতে। এরপর থেকেই ঘাতক সোহান পলাতক ছিল। তবে এলাকা থেকে বেশিদুরে যেতে পারেনি। জনতার সহায়তায় ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার ভোরে সে পুলিশের নিকট ধরা পড়ে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ শাহজান বলেন, আপন ভাই’র হাতে নিহত রুবেল বিশ্বাসের সুরোত হাল ও মেডিকেল রির্পোট শেষে মরদেহ তার স্বজনদের নিকট দেয়া হয়েছে। যতটুকু জানি, মঙ্গলবারে তার জানাযাসহ দাফন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে নিহতের স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে মামলা রুজু করেন যার নং-১১। পুলিশের পক্ষ থেকে তাকে আটকের জোর চেষ্টা ছিল। এলাকা জুড়েই ছিল কঠোর নজরদারি। অবশেষে বুধবার ভোরে তাকে আটক করতে সক্ষম হই। একই সাথে হত্যায় ব্যবহৃত দা’সহ আন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, খুনের ঘটনা ও আসামী গ্রেপ্তার করা নিয়ে খানিকটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তা থেকে হালকা হতে পেরেছি। আসামী নিজেই সবকিছু স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদানে রাজি হয়েছে। তবে খুনের ঘটনাটি সে উগ্রতার সাথে করলেও বর্তমানে তাকে খুব অনুতপ্ত ও শোকাহত অবস্থায় দেখেছি। শুনছি সে রাতে তার ভাই’র কবওে গিয়া কান্নাকাটিও করেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article