সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নানাবিধ কর্মসুচীর মধ্য দিয়ে ব্র্যাক এনজিও’র অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২৪ উদযাপিত হয়েছে। আজ ০৫ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া কলেজের হলরুমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউথ গ্রুফের বৃষ্টি রানী দেবনাথ এবং সঞ্চলনায় ছিলেন ইউথের সমন্বয়কারী মোঃ ফয়সাল আহমেদ। প্রায় দিনব্যাপি এ কর্মসুচীর মধ্যে ছিল অতিথিদের পক্ষ থেকে অনুপ্রেরণামুলক বক্তব্য জ্ঞাপন এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে টক-শো, কবিতা-আবৃতি, সংগীত, নৃত্য, চিত্র অংকন প্রতিযোগিতা ও ছোট নাটক। ব্র্যাকের ৬টি ইউথের ডুমুরিয়া কলেজ, টিপনা মাধ্যমিক, হাজিডাঙ্গা মাধ্যমিক ও সাহস নোয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থরা অংশ নেয়। অনুষ্ঠানে মুল প্রতিপাদ্য ছিল কন্যা শিশুর স্বপ্নে গড়বো আগামীর বাংলাদেশ। যার ওপর বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, অধ্যক্ষ মোঃ ফেরদাউস খান, মেডিকেল অফিসার ডাঃ মোহসেনা ফেরদৌসী, প্রভাষক সুলগ্না বসু, প্রভাষক রমেশ মন্ডল, ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান, শিখা রানী ও ঐসী খাতুন ।