সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ডুমুরিয়া থানা পুলিশের সাথে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার বিকেলে ডুমুরিয়া থানা চত্ত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া। এ সময় বক্তৃতা করেন উপজেলা পূজা পরিষদের সাধারণ প্রভাষক গোবিন্দ ঘোষ, পরিষদ নেতা অশোক কুমার আচার্য্য, তপন কুমার সাহা, অধ্যাপক সুকৃতি মন্ডল, দিনেশ চন্দ্র মন্ডল, কিরণ চন্দ্র বৈরাগী, দেবাশীষ চন্দ ও বিভা রানী বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন, উপ-পরিদর্শক লক্ষণ চন্দ্র দাস, উপ-পরিদর্শক মোঃ হাসানুজ্জামান প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দূগাপূজা সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আলোচনা করা হয়।