Wednesday, August 27, 2025

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বেলা সাড়ে ১০টায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালী বের হয় যা উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে সমবায় অফিসার সরদার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন, সহকারি কর্মকর্তা বিপ্লব কুমার দাস, সমবায়ী রমেশ চন্দ্র মন্ডল, প্রিন্সিপাল গোলাম কুদ্দুস, কৃষ্ণপদ জোর্দ্দার, মুস্তাকিম বিল্লাহ, আব্দুর রব আকুঞ্জি প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article