সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বিল শিংগে খাল নেট-পাটার বাঁধ উচ্ছেদ করা হয়। আজ ০৫ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকালে স্থানীয় জনতারা খালটি উন্মুক্ত করে।
জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নে রয়েছে বিশাল শিংগে খাল। যার এক অংশ বিগত সময়ে একটি মহলের দখলে ছিল। ৫ আগষ্টের পরে আরেকটি মহল তাদের বিতাড়িত করে খালটি দখলে নেয়। এরপরই শুরু হয় আকাশ বন্যা। বর্তমানে শিংগে বিল এলাকায় জলাবদ্ধতা বিরাজ করছে। সকল মাছের ঘের ভেসে একাকার। স্থানীয় ঘের ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে। সীমাহীন অশান্তিতে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে খাল দখলকারী ওই মহলটি থেমে নেই। তারা খালে বেশি বেশি করে দিচ্ছেন নেটপাটার বাঁধ। যার বিপক্ষে স্থানীয় জনতা সরকারী খালটি উন্মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে খালের সকল নেটপাটার বাঁধ উচ্ছেদ করা হয় এবং সর্ব সাধারণের জন্য উন্মুক্ত েেঘাষণা করেন স্থানীয় জনতা।