সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ (পুশিং) বিরোধী জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে আজ ০৩ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেলে উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগ্যান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, সমাজ সেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা রিসোার্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, প্রকৌশলী মোঃ রাসেল আহমেদ, উপজেলা মৎস্য বিভাগের মেরিন অফিসার অজিত কুমার সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস ও আশিকুর রহমান, চিংড়ি ব্যবসায়ী পিনাক মন্ডল, আড়ৎ মালিক শেখ আতিয়ার রহমান, ডিপো মালিক আরাজ আলী খান আব্দুল মজিদ মোল্ল্যা, বিরাজ বিশ্বাস ও শাখাওয়াত হোসেন সাকি প্রমুখ।