সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গাজাসহ কাজী ইসলাম আহমেদ (৫২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সকালে উপজেলা সদরের মধ্য বিশ্বাসপাড়া এলাকা থেকে সে আটক হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের লাবসা এলাকার আলী আহমেদের ছেলে কাজী ইসলাম আহমেদ মাদক ব্যবসায় সম্পৃক্ত। তার ডুমুরিয়া থানার বিভিন্ন এলাকায় মাদক কারবারি রয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সকালেও সে গাজা সরবরাহ করতে আসে। এদিকে গোপন সংবাদ পেয়ে থানার এসআই শাহীন হাওলাদার সেখানে অভিযানে যান এবং তার নিকট থেকে ৪’শ গ্রাম গাজা উদ্ধার করেন। এ প্রসঙ্গে ডুমুরিয়া অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, গাজাসহ আটক আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।