সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : চলতি রবি মৌসুমে তেল জাতীয় ফসল উৎপাদনে খুলনার ডুমুরিয়ায় কৃষকদের মাঝে শরিষা-বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এগুলো দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলন পরিদর্শন অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার ওয়ালিদ হোসেন প্রমুখ। জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ৫৫জন কৃষকের মধ্যে তেল জাতীয় ফসল উৎপাদন প্রদর্শনী দেয়া হয়েছে। এছাড়া যৌথ প্রদর্শনী দেয়া হয় দুই দল। তাদের প্রত্যেককে উন্নত জাতের বীজসহ সার দেয়া হয়।