সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের মাঝে প্রতীক দেয়া হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার এস এম কামরুজ্জামান এ প্রতীক ঘোষণা করেন।
প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মোঃ সহিদুল ইসলাম মোড়ল (মোটর সাইকেল), আব্দুস সেলিম মোড়ল (আনারস), মোঃ রুহুল আমিন (ছাতা)। সহ-সভাপতি পদে মোঃ বাহারুল ইসলাম (দেয়াল ঘড়ি), মোঃ মাহাবুর রহমান (চেয়ার), মোঃ রবিউল ইসলাম (হাতি)। সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন শেখ (ঘোড়া), মোঃ বিল্লাল হোসেন (টিউবয়েল), শেখ মাহমুদুল কালাম (মোরগ), এস এম বদরুজ্জামান মুন্না (হারিকেন), মোঃ কবির হোসেন ডাবলু (বালতি)। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ওলিয়ার রহমান গাজী (মাছ), দেবব্রত রায় (তালা)। কোষাধ্যক্ষ পদে মোঃ বাহারুল ইসলাম (কলস), মেহেদী হাসান বাবলু (হরিণ)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন মালী (সিলিং ফ্যান), শেখ মোঃ মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল), আবুল কালাম সরদার (ফ্রিজ)। দপ্তর সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান লিটন (দোয়াত কলম), গৌতম মন্ডল (গাভী)। প্রচার সম্পাদক পদে মোঃ আরিজুল ইসলাম (মাইক), মোঃ মনিরুজ্জামান মোড়ল (টিয়াপাখ), মোঃ আতিয়ার রহমান গাজী (টেলিভিষন), মোঃ শরিফুল ইসলাম গাজী (আম), বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক মোঃ জাহিদুর রহমান (বই), শাহিদুর রহমান (গোলাপফুল)। ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মোড়ল (ফুটবল), মোঃ আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট)। এছাড়া কার্যনির্বাহী পাঁচ সদস্য পদে প্রার্থী হলেন ১১জন। তারা হলেন মোঃ আবুল হোসেন (ডাব), মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলঅম (মই), জামির হোসেন রিকসা), মোঃ কারিমুল ইসলাম (হেলিকাপ্টার), শ্রী কৃষ্ণ বিশ্বাস (চিংড়ি মাছ), আঃ মালেক গাজী (হাতপাখা), মোঃ আশরাফুল ইসলাম (টেলিফোন), আব্দুর রশিদ গাজী (ঘোড়ার গাড়ি), জিএম ফরহাদ হোসেন (বাঘ), মোঃ রেজাউল ইসলাম (ফুলকপি)। আগামী ২৩ নভেম্বর চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।