সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার রেঞ্জাধীন ডুমুরিয়া থানায় আইনি সহায়তায় চালু হল অনলাইন জিডি সেবা। আজ ২১ জুলাই ২০২৫ রোজ সোমবার রাতের ১ম প্রহরে কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া থানা প্রাঙ্গনে জেলা পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডি আই জি মোঃ রেজাউল হক পিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ পুপার (বি-সার্কেল) মোঃ খাইরুল আনাম, অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) মোঃ জয়নুদ্দিন, ওসি মাসুদ রানা, ওসি তদন্ত মোঃ আছের উদ্দিন, বিএনপি নেতা ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাবিববুর রহমান, যুবদল নেতা মোল্ল্যা মশিউর রহমান, অধ্যাপক নিত্যানন্দ মন্ডল, এ্যাড. মনিনুর রহমান নয়ন, শেখ মাহাবুর রহমান, খান শফিকুল ইসলাম। জানা গেছে, ডুমুরিয়া থানার ন্যায় খুলনা রেঞ্জে সকল থানায় অনলাইন কার্যক্রম একযোগে শুরু হল। এ প্রযুক্তিতে এখন আর কারো থানায় গিয়ে জিডি করতে হবে না। ঘরে বসেই মিলবে পুলিশি সেবা। তবে এ জন্য প্রয়োজন হবে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র।