সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : চীর দিনের মত হারিয়ে গেছেন গোল্ডেন বয় খ্যাত ড.পুরঞ্জিত মহালদার (৪২)। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর মধ্যপাড়া এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক মৃত মোদন মোহন মহালদারের কনিষ্ঠ পুত্র। আজ ১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ড. পুরঞ্জিত মহালদারের বাড়ি ডুমুরিয়া উপজেলার রংপুরে হলেও তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ১৩ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার বিকেলে তিনি রাজশাহীতে সড়ক দুর্ঘটনার শিকার হন। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে তিথিল মহালদারকে স্কুল থেকে আনতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে তার এ দুর্ঘটনা ঘটে। এতে তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলে এবং রাত সোয়া তিনটার দিকে মৃত্যু ঘটে। আজ ১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার সকালে তার মরদেহ রংপুরস্থ নিজ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। তবে ড. পুরঞ্জিত মহালদারের এ অকাল মৃত্যু কে কেউ মেনে নিতে পারছেন না। এলাকায় চলছে শোকের মাতন। প্রিয় মানুষটার জন্য সকলেই শোকে কাতর। এ বিষয়ে রংপুর কালীবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস বলেন, ড.পুরঞ্জিত হলেন আমাদের গর্ব। তিনি যেমন ছিলেন মেধাবী তেমনি ছিলেন নম্র ভদ্র। এমন আদর্শিক মানুষ পাওয়া কঠিন। তার জন্য শোকে পাথর সমগ্র রংপুরের মানুষ।