Friday, November 28, 2025

ডুমুরিয়ার শিবনগর ঘ্যাংরাইল নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শিবনগর ঘ্যাংরাইল নদীতে আজ ০২ নভেম্বর ২০২২ রোজ বুধবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাত্যায়নী পূজা কমিটি আয়োজিত এ বাইচ প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশ গ্রহন করে। আকর্ষনীয় এ প্রতিযোগিতায় নৌকা দল গুলির মধ্যে পর পর তিন বার বাইচ অনুষ্ঠিত হয়। আর তিন বারই প্রথম স্থান অধিকার করে শোলাদানার মাসুমের রিয়া দল এবং দ্বিতীয় স্থান লাভ করে তালার চরগ্রামের পঙ্খিরাজ নৌকা দল, তৃতীয় হয় কেশবপুরের গৌরিঘোনা দল। খেলা শেষে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শরাফপুরের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, পূজা কমিটির সাধারণ সম্পাদক দিলিপ মন্ডল, আওয়ামী লীগ নেতা প্রভাষক সুকৃতি মন্ডল, জামিনী রঞ্জন সানা, উদয় মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, চিত্ত রঞ্জন মন্ডল, উদয় মল্লিক, অনিমেষ মন্ডল, বিশ্বজিত মন্ডল, সুব্রত গোলদার প্রমুখ। অতিথিরা চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও দ্বিতীয় দলকে একটি কালার মনিটার পুরস্কার দেন। তবে গ্রামীণ এ বাইচ প্রতিযোগিতা দেখতে বিকাল থেকেই ছিল জনতার উপছে পড়া ভীড়। নদীর দু’কুল জুড়েই ছিল মানুষে মানুষে পরিপূর্ণ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article