Tuesday, July 1, 2025

ডুমুরিয়ায় হাঙ্গার প্রজেক্ট’র সংলাপ অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রত্যাশায় খুলনার ডুমুরিয়ায় এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে ২০২৫ রোজ বুধবার বেলা ১১টায় ডুমুরিয়া মহিলা কলেজ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের সহায়তায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত এ সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতা ইমাম, পুরোহিতগণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল পরস্পরের মধ্যে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্পর্ক স্থাপনসহ সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলা। জাতি-ধর্ম-দল-মত-লিঙ্গ-ভাষা বিষয়ে বৈষম্যমুলক দৃষ্টিভঙ্গী দুর করে সকলকে হতে হবে বাংলাদেশী। উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নিজ নিজ ধর্ম মতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য সচেতন হতে হবে। পিএফজি’র উপজেলা শাখার সভাপতি শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট’র বিভাগীয় কর্মকর্তা মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রজেক্ট’র এরিয়া কোর্ডিনেটর এস এম রাজু জাবেদ, অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক আব্দুল হালিম ঢালী, প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা কোর্ডিনেটর আবু তাহের, মোঃ ইয়াছিন হুসাইন, খতিব হজরত মাওলানা ওমর আলী, কৃষ্ণপদ মন্ডল, রুবেল সরকার প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article