সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : অশ্রু আর শ্রদ্ধায় সম্পন্ন হয়েছে চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার শেষকৃত্য। বৃহস্পতিবার দুপুরে শিবনগর ব্রিজ সংলগ্ন শ্মশানে হয় তার দাহ-ক্রিয়া। ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার রাতে খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডুমুরিয়া উপজেলার ১৪নং মাগুরখালী ইউনিয়ন জনপ্রিয় চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার (৬৮) শরীরে ২/৩ বছর ধরে কিডনি, লিবার ও বায়াবেটিকস রোগ দেখা দেয়। যা নিয়ে তিনি নিয়মিত ভারতে চিকিৎসায় যেতেন। কিন্তু চলমান পরিস্থিতির কারণে ভারতে যেতে পারেননি। এরই মধ্যে সপ্তাহ খানেক আগে তার শারিরিক অবস্থা অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে নেয়া হয় খুলনার সিটি মেডিকেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মারা যান তিনি এবং ওই রাতেই তার মরদেহ উপজেলার শিবনগরস্থ নিজ বাড়িতে আনা হয়। এরপর বৃহস্পতিবার সকালে মাগুরখালি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তাঁকে জানানো হয় শেষ শ্রদ্ধা। এ সময় আত্নীয়-স্বজন ও পরিষদের সদস্য ছাড়াও উপস্থিত শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে নেয়া হয় পাতিবুনিয়া গ্রামস্থ পৈত্রিক বাড়িতে। এরপর দুপুর ১২টার দিকে শিবনগর শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।
জানা গেছে, প্রায়ত বিমল কৃষ্ণ সানা মাগুরখালি ইউনিয়নে পর পর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগেও তিনি আরো ১বার চেয়ারম্যান ছিলেন।