Friday, August 8, 2025

ডুমুরিয়ায় রেবেকা হত্যাকান্ডের আসামী প্রদ্যুৎ আটক

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় রেবেকা বেগম হত্যাকান্ডের ১ মাস পরে আসামী প্রদ্যুৎ মন্ডল (৫৩) পুলিশের হাতে আটক হয়েছে। ২৭ জুলাই ২০২৫ রোজ রোববার রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে সে আটক হয়।
জানা গেছে, উপজেলার গুটুদিয়া কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম ২১জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন পাশের বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন বাদি হয়ে ২৩ জুনে ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু করেন যার নং-১৬। পুলিশ ওই মামলা নিয়েই শুরু করে তদন্ত অভিযান। যাতে উঠে আসে ঘের ব্যবসায়ী প্রদ্যুৎ মন্ডলের নাম। সে ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা লোহাইডাঙ্গা গ্রামের ননী মন্ডলের ছেলে এবং মাছের ঘের ব্যবসায়ী। এরপরেই শুরু হয় গ্রেফতার অভিযান। দীর্ঘ ১ মাস ৫ দিন পরে গ্রেফতার হয় আসামী প্রদ্যুৎ মন্ডল। ডুমুরিয়া থানা পুলিশ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে খুলনার গল্লামারি এলাকা হতে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, নিহত রেবেকা বেগম ছিলেন একজন অসহায় মহিলা। বিভিন্ন ক্ষেতে খামার ও মাছের ঘেরে কামলার কাজ করে জীবন চালাতেন। জুন মাসের ২২ তারিখে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। যা নিয়ে থানায় মামলা রুজু হয় এবং ওই মামলার আসামী প্রদ্যুৎ মন্ডলকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অনেক তথ্য পাওয়া গেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article