সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ঝুলান্ত অবস্থায় গোপিনাথ মন্ডল (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ০২ মে ২০২৫ রোজ শুক্রবার সকালে উপজেলার খড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। সে ওই গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, খড়িয়া গ্রামের গোপিনাথ মন্ডল ০১ মে ২০২৫ রোজ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন। এরপর সে বাড়িতে ফেরেনি। পরদিন আজ ০২ মে ২০২৫ রোজ শুক্রবার সকাল ৮টার দিকে বিলের পাশে একটি আমগাছে তাকে ঝুলান্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। নিহত গোপিনাথ মন্ডল খড়িয়া গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ ও ঘের ব্যবসায় সম্পৃক্ত। তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, আমগাছের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে থাকা একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার পরণে লুঙ্গি ও গেঞ্জি ছিল। সুরোহতাল রির্পোটে তার শরীরে তেমন কোন আঘাত দেখা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটা আত্মহত্যা হতে পারে। লাশ মেডিকেল রির্পোটের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।